মধ্যরাতে আগুনে পুড়লো দাঁড়িয়ে থাকা বাসঢাকায় এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসিঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকবেআবারও কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরাবিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিল ব্রাজিল
No icon

মধ্যরাতে আগুনে পুড়লো দাঁড়িয়ে থাকা বাস

ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটে হয়নি।গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর খড়ারচর আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে।ধামরাই ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক জানান, রাত ১২টার সময় সুয়াপুর খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে একটি বাস চালক পার্কিং করে রেখে চলে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।তিনি আরও বলেন, পরবর্তীকালে বাসচালকও স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন।চালকের দাবি দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ২-৩ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানি হয়নি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। রাত ১২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটির আসন ও কাচ পোড়া অবস্থায় দেখা যায়। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।