বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫৫ আগস্ট ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবেঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যালসগাজায় একদিনে নিহত আরও ১৩৪ ফিলিস্তিনি, প্রাণহানি ছাড়াল ৫৯ হাজারসন্তানদের ছবি হাতে হাসপাতালে ঘুরছেন বহু স্বজন
No icon

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৪

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানা হতে ১ কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- যশোর সদর উপজেলার মধুগ্রাম গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলির ছেলে ডাক্তার জালাল। পরবর্তী সময়ে হাসপাতালে নেওয়ার পরে আরও দুজন মারা গেছে। তারা হলেন- যশোর সদর উপজেলার হালিম (৫৫) ও বাসের হেলপার হাসিব (৩২)।এ ছাড়া ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।জানা গেছে, হতাহতরা ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাইয়ের সমাবেশের যোগ দিতে আসার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।আহতদের ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধারকারীরা জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে হামদান এক্সপ্রেস (বাস) যশোর থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাইয়ের সমাবেশে আসার পথে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হাসারা হাইওয়ে থানার চালটিপাড়া স্থানে যশোর থেকে ঢাকামুখী একটি কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের একাধিক যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।আহতদের মধ্যে যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা শরিফুল ইসলাম (৪৪), হাকিম বিশ্বাস (৬০), দেলোয়ার হোসেন (৬৫), আবুল হোসেন (৫৩), আব্দুল মান্নান (৬০) সহ অন্তত ১০ থেকে ১২ জন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা পঙ্গু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য গেছেন বলে জানা গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, দুজনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।