বাধ্যতামূলক অবসর এনবিআরের দুই শীর্ষ কর্মকর্তাকে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরাউড়ে গেল বাসের ছাদ, তবু ১০ কিলোমিটার চালিয়ে গেলেন চালকগজারিয়ায় রডবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজটএকাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ
No icon

কক্সবাজারে পাহাড়ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। আজ শুক্রবার ভোর ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। আনোয়ারের স্ত্রী মাইমুনা অন্তঃসত্ত্বা ছিলেন। নিহত আনোয়ার বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে। তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন।পাহাড়ের পাদদেশে বসবাস করতেন আনোয়ার হোসেনের পরিবার। গতকাল রাতে ভারী বৃষ্টিপাত হওয়ায় আজ ভোরে পাহাড়ধসে তাদের উপর পড়ে। এতে স্বামী-স্ত্রী মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।