সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা, বেসরকারি পাসও বাতিলহজ কোটা এবারও পূরণ হচ্ছে নাসংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে: ড. ইউনূসদেশসেরা ব্র্যান্ডসমূহকে পুরস্কৃত করল বাংলাদেশ ব্র্যান্ড ফোরামভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
No icon

চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল ৭০ বিঘা পানের বরজ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাঠের অন্তত ৭০ বিঘা পানের বরজ পুড়ে গেছে।বুধবার (১ মে) রাত ৮টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের শ্রীনগর-নারায়ণপুরে গ্রামের ধাবগাড়ির ফসলি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।স্থানীয়রা জানায়, আনুমানিক রাত ৮টার দিকে হঠাৎ পানের বরজে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা মাঠের পর মাঠে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৭০ বিঘা পানের বরজ আগুনে পুড়ে গেছে।চুয়াডাঙ্গার আলমডাঙ্গা জামজামি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি গ্রামবাসীরাও সহযোগিতা করছেন।আলমডাঙ্গা ফায়ার স্টেশনের লিডার আবুল হাসান মোল্লা বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। আলমডাঙ্গার সঙ্গে হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতি পরিমাণ অনেক। আগুন নিয়ন্ত্রণের পর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানা যাবে।