দেশসেরা ব্র্যান্ডসমূহকে পুরস্কৃত করল বাংলাদেশ ব্র্যান্ড ফোরামভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন ট্রাকচাপায় আহত সেই ফায়ার কর্মীর মৃত্যুজানুয়ারিতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়াভারত-বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার
No icon

টেকনাফে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কক্সবাজারের টেকনাফে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।মৃত শিশুরা হলো-উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মহেশখালিয়াপাড়ার শামসুল আলমের শিশু কন্যা রিয়া মনি (১২) ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোহাম্মদ শুক্কুরের ১২ বছর বয়সী শিশু কন্যা তাসলিমা (রোহিঙ্গা)।জানা যায়, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা। পরে পুকুরে গোসলরত অন্য বাচ্চারা আশপাশের লোকজনকে জানালে স্থানীয় লোকজন পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।টেকনাফ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, স্থানীয় লোকজনের সহায়তায় দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।