দেশসেরা ব্র্যান্ডসমূহকে পুরস্কৃত করল বাংলাদেশ ব্র্যান্ড ফোরামভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন ট্রাকচাপায় আহত সেই ফায়ার কর্মীর মৃত্যুজানুয়ারিতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়াভারত-বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার
No icon

রাজধানীর বাড্ডায় আগুন

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। প্রায় পৌনে দুই ঘণ্টা পর ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, ভোর ৪টার দিকে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি ফার্নিচারের দোকানে আগুন লেগেছে বলে খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।তবে কীভাবে আগুন লেগেছে, প্রাথমিকভাবে তা জানাতে পারেননি তিনি।