স্টার্টআপের আওতায় সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দিতে পারে ব্যাংকনতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে তিন গুণগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ডিসেম্বরে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি কমিশনেরতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
No icon

বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মা-ছেলের

টাঙ্গাইলের গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও ছেলে শাকিব মিয়া (১৯)।গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, আজ সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন।এ সময় ঘাতক বাসটিকে আটক করা হলেও বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায় বলে জানান তিনি।