আজ থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরাসাগরে ফের লঘুচাপের আশঙ্কা, ভারী বৃষ্টির পূর্বাভাসদিনাজপুরে ঘন কুয়াশা, সূর্যের দেখা নেইঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসদেশে গণভোট কতবার এবং কেমন হয়েছিল
No icon

১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র

১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে নাগরিকদের নিবন্ধন তথ্য নেবে নির্বাচন কমিশন- এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ‘যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব। এনআইডি পাবেন তারা।’ এছাড়া ভোটারের বয়স ১৮ বছর হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন বলেও জানান আখতার।

এই বয়সিদের জন্য এনআইডির প্রয়োজনীয়তা তুলে ধরে ইসি সচিব বলেন, ‘অনেকগুলো কাজে তাদের এনআইডি লাগে, যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যান, ব্যাংক হিসাব খোলা, চিকিৎসার জন্য বিদেশে যাওয়াসহ ছোটখাটো নানা কাজ রয়েছে। এতে এনআইডিটা প্রাসঙ্গিক হয়ে পড়ে।’