গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৫ জন নিহতফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘরাজনৈতিক প্রভাব কমাতে ক্ষমতা পাচ্ছে এনটিআরসিএআফগানিস্তানে বাড়ছে লাশের মিছিলনুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
No icon

জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে ৫ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারদের নাম পরিচয় জানা যায়নি।গতকাল সোমবার রাত ৮টা ২০ মিনিটে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় যৌথবাহিনী।এর আগে সোমবার দুপুরে ক্যাম্পে মাদক কারবারি শাহনেওয়াজ সান্নু এবং পিচ্চি রাজা- গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ক্যাম্পে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর ২টার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সরে যায়। ওই সময় সংঘর্ষে শাহ আলম নামে এক তরুণকে গলা কেটে হত্যা করা হয়। সংঘর্ষে আহত হন বশির বাবুর্চি (৪০), মদিনা (২০) ও ফায়জান (২৫)।পরে রাতে অভিযান শুরু করে যৌথবাহিনী। সে অভিযানে অভিযানে পাঁচজনকে গ্রেপ্তারকরা হয়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মোহাম্মদপুর জোন) জুয়েল রানা বলেন, মাদক কারবারিরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াচ্ছে। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।