শীত ও কুয়াশার তীব্রতা আরও কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর নতুন বই নিয়ে হাসিমুখে বাড়ি ফিরল শিশুরাতিনদিনের মধ্যে সকল ব্যানার-পোস্টার সরাবে বিএনপি১৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, কুয়াশায় বিপর্যস্ত জনজীবনবছরের শেষ দিন ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
No icon

গভীর রাতে আইনজীবীর হাত ভেঙে দিয়ে মোবাইল-মানিব্যাগ ছিনতাই

রাজধানীর সায়দাবাদ জনপথ মোড়ে হেলাল উদ্দিন (৩০) নামে এক আইনজীবীকে মারধর করে দু-হাত ভেঙে দিয়ে তার কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা।গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে এ ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় আইনজীবীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।হেলাল উদ্দিদের স্ত্রী নুসরাত মেহজাবিন বলেন, হেলাল আইনজীবী। ওকালতির পাশাপাশি পুবালি ব্যাংকের আইন কর্মকর্তা হিসেবে কর্মরত। সম্প্রতি তার বদলি হয় মৌলবী বাজার শাখায়।সে কারণে সে বাসা থেকে জনপথ মোড়ে হানিফ পরিবহনের কাউন্টারে যায়। সেখানে রাত ১টার দিকে কয়েকজন ছিনতাইকারী তাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। সে বাধা দিতে গেলে তাকে মারধর করে রাস্তায় ফেলে রাখে।পরে সংবাদ পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি যোগ করেন হেলাল উদ্দিদের স্ত্রী। তিনি আরও জানান, তারা ঢাকার যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় থাকেন।বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, হেলাল উদ্দিন ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।