তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরার অপেক্ষাবিমানবন্দরে আগুন: ৪৮ ঘণ্টার মধ্যে চালান ডেলিভারি নেওয়ার নির্দেশনির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফগাজায় ফের ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কালঘুচাপের আভাস বুধবার থেকে বাড়বে বৃষ্টি
No icon

সব ধর্মীয় গোষ্ঠীকে সেফ গার্ড দেবে সরকার : ড. আ ফ‌ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ‌ ম খালিদ হোসেন বলেছেন, সংবিধানে সব ধর্মের অধিকার সমান। এই অধিকারে যেন কেউ বিঘ্ন ঘটাতে না‌ পারে, সরকার সেই সেফ গার্ড (নিরাপত্তা) দেবে। 

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলের ‘ধর্মীয় সম্প্রীতি : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে এম আইপিএস, দ্য হাংগার প্রজেক্ট। আ ফ‌ ম খালিদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে উত্তর আমেরিকায় একটি সেমিনার হয়েছে। সেখানে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই সেমিনার কারা আয়োজন করেছে সেই রিপোর্ট আমাদের কাছে আছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত দেখা করতে এলে এই বিষয়টি তোলেন। তাই ধর্মীয় সম্প্রীতির বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না।