মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যুপুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশনবিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপিইসরায়েলের হামলায় গাজায় ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৭২জাতীয় ঐকমত্যের সংলাপে নতুন অগ্রগতি নেই
No icon

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা পর্যায়ে বিএনপির সমাবেশ আজ

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে দলের পূর্বঘোষণা অনুযায়ি জেলায়া জেলায় আজ বুধবার সমাবেশ করবে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।একই দাবিতে গত শনিবার রাজধানী ঢাকায় বড় সমাবেশ করেছে দলটি। চট্টগ্রাম ও সিলেট বাদে গত সোমবার দেশের অন্য আট মহানগরে সমাবেশ করেছে বিএনপি।আজ বুধবার অনুষ্ঠেয় সমাবেশ সফল করতে দলের সিনিয়র নেতাদের মাঝে আগে থেকেই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মানিকগঞ্জের সমাবেশে প্রধান অতিথি হিসাবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যশোরে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বগুড়ায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মুন্সীগঞ্জে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু কক্সবাজার, লক্ষীপুরে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রাজবাড়ী, ঠাকুরগাঁওয়ে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কিশোরগঞ্জের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, টাঙ্গাইলে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নরসিংদীতে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জামালপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পঞ্চগড়ে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। একইভাবে অন্যান্য সাংগঠনিক জেলার সমাবেশেও সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন।