দেশজুড়ে তাপপ্রবাহ বইছে, কিছু স্থানে বৃষ্টির আভাসযুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলবিএনপির আরও চার নেতাকে বহিষ্কারবিশ্বকাপে বাংলাদেশের দুই প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা রাস্তা থেকে ছিটকে পড়ল রিলাক্স পরিবহনের বাস, নিহত ৫ আহত ১৫
No icon

পশুর হাটে স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

সীমিত পরিসরে স্থাপিত কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে একই সঙ্গে তিনি পশু ক্রয়-বিক্রয়ের সময় দেশবাসীকে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর হাটসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শীর্ষক এক ওয়েবিনার আলোচনায় তিনি এসব কথা বলেন। ডিসিসিআই সভাপতি শামস মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ডিসিসিআই সহসভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন, পরিচালক ইঞ্জিনিয়ার মো. আল আমিন, আলহাজ দ্বীন মোহাম্মদ, মো. শাহিদ হোসেন ও মনোয়ারহোসেন প্রমুখ বক্তব্য রাখেন। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আসন্ন ঈদকে সামনে রেখে সারা দেশে নিরাপত্তা নিশ্চিতকল্পে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে বাড়তি কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন।