একদিনে আরও ৬৯ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরাইলজাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-আগুনঅপুষ্টিতে দুই কোটি মানুষপবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আজঅপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা
No icon

শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা

সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রেজোয়ান কবির।

রেজোয়ান কবির অভিযোগ করেন, শমী কায়সার দীর্ঘ ১৬ বছর ধরে বিভিন্ন সময়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে নানা ধরনের কটূক্তি ও অপপ্রচার চালিয়ে আসছেন। তিনি বলেন, ‘শমী কায়সার আমাদের আবেগের জায়গা, বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করে জনগণকে বিভ্রান্ত করেছেন। তাই নৈতিকতার জায়গা থেকে আমি এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছি, যেন তিনি তার মিথ্যা বক্তব্যের জন্য শাস্তি পান।’

মামলার আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন জানান, শমী কায়সার বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছেন। বাদী মামলায় ১০০ কোটি টাকার ক্ষতির দাবি করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য ঝিনাইদহ পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশ দেন এবং আসামিকে ভবিষ্যতে কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন।