এলপি গ্যাসের দাম আরও কমেছে৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস', থাকবে সাধারণ ছুটিসাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতারশ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশটেস্ট ড্রাইভের কথা বলে দামি গাড়ি নিয়ে চম্পট
No icon

পরীমনির ছেলের জন্মদিন উপলক্ষে গাড়ি পাঠিয়েছে চিত্রনায়ক শাকিব খান

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যর চতুর্থ জন্মদিন ছিল গত ১০ আগস্ট।  পরীমনির ছেলের জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে একটি গাড়ি পাঠিয়েছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক। 

গতকাল শনিবার রিমার্ক থেকে পাওয়া পুণ্যর জন্মদিনের বিশেষ উপহারের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।  ১ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খানের রিমার্ক-হারল্যান স্টোর থেকে আসা ‘হ্যাপি বার্থ ডে’ লেখা একটি বড় উপহারের বক্স খুলছেন পরীমনি।  সেই বক্সে ছিল একটি লাল রঙের গাড়ি। জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসেই নিজের বাড়িতে ঘুরে বেড়ায় পরীমনিপুত্র।