এলপি গ্যাসের দাম আরও কমেছে৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস', থাকবে সাধারণ ছুটিসাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতারশ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশটেস্ট ড্রাইভের কথা বলে দামি গাড়ি নিয়ে চম্পট
No icon

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রানায়িকা প্রার্থনা ফারদিন দীঘি

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রানায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। তবে কয়েকদিন আগে দীঘি সিনেমাটির প্রচারণায় বিয়ের কার্ডের মাধ্যমে বেশ চমক দেখিয়েছিলেন। তাতে মনে হয়েছিল দিঘী বুঝি বিয়ে করতে যাচ্ছেন। পরে জানা যায়, এটি তার নতুন সিনেমার প্রমোশনাল কার্ড। ফেসবুকে দীঘি কিছু ছবি শেয়ার করে লিখেছিলেন, আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তার এই পোস্ট নিয়ে নেটিজেনরা ভেবেছিলেন, তিনি বিয়ে করতে যাচ্ছেন। পরে বিষয়টি খোলাসা করেন, দীঘির বাবা অভিনেতা সুব্রত। তিনি বলেন, বিষয়টি ওরকম কিছু নয়। ও নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে। সেটির প্রমোশনালের জন্য এমনটি করেছে। উল্লেখ্য, দীর্ঘদিন পর দীঘি নতুন কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।