যুক্তরাজ্যে যাচ্ছে সীতাকুণ্ডের লিচুগাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত ১২১ ফিলিস্তিনি১১ বছর পর আবারও এভারেস্ট চূড়ায় বাংলাদেশ দুপুরের মধ্যে ঝড়ের আভাস৩ দিন ভারত ভ্রমণে যেতে পারবেন না বাংলাদেশিরা
No icon

সংখ্যার বিবেচনায় কাজ কম : আজমেরী হক বাঁধন

‘আমি রেহানা থেকে নারীপ্রধান চরিত্রে চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছি। একটা সময় ছিল আমাদের প্রযোজক, পরিচালক মনে করতেন, নারী কেন প্রোটাগনিস্ট (প্রধান চরিত্র) হবে! রেহানা থেকে হেনায় সেটা দেখিয়ে দিয়েছি। দর্শক চরিত্রগুলো পছন্দ করেছেন। কিন্তু আমাদের এখানে লগ্নিকারীরা ঝুঁকি নিতে ভয় পান’—কথাগুলো একনিশ্বাসে বললেন বাঁধন। তিনি মনে করেন, এখন ভক্তরা ভালো গল্প দেখতে চান। সেটা ঠিকমতো পেলে চরিত্র নিয়ে আর অভিযোগ থাকে না। কারণ, নারীপ্রধান চরিত্র মানেই সেখানে নারীর সংগ্রাম তুলে ধরতে হবে, বিষয়টা এমন নয়। বাঁধন বলেন, ‘গল্প নির্বাচনের ক্ষেত্রে লগ্নিকারীদের একটা সামাজিক বাধা সব সময়ই থাকে। সেখানে এবারও প্রধান চরিত্রে অভিনয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমার যে দর্শক তৈরি হয়েছে, তাঁরা রক্তমাংসের সাধারণ পুলিশ ও তার তদন্তে ডুবে থাকবেন, এটা আমি বলতে পারি।’