
চার বছর আগে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে কাজ করেন আলিয়া ভাট। এ জুটির ডিয়ার জিন্দেগি ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি। মজার ব্যাপার হচ্ছে বলিউড সেনসেশন আলিয়াকে আবারও দেখা যাবে শাহরুখের সঙ্গে। তবে এবার জুটিবদ্ধ হয়ে নয় শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের প্রযোজিত একটি ছবিতে দেখা যাবে বলিউডের এ সুন্দরীকে। নাম ডার্লিংস। ডার্লিংস-এর গল্প সাজানো হয়েছে এক মধ্যবিত্ত পরিবারের মা-মেয়ের কাহিনি নিয়ে। এটি পরিচালনা করতে যাচ্ছেন জেসমিত কে রেনে। ছবিটিতে আলিয়ার পাশাপাশি আরও রয়েছেন শেফালি শাহ, বিজয় বার্মা ও রোশান ম্যাথিউ। এ বছরের মাঝামাঝিতে শুরু হবে ছবিটির শুটিং।