গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৬১রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় নারী এনজিও কর্মী নিহতএলপিজি সিলিন্ডারের দাম বাড়লরেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্রদেড় লাখ বছর পর দেখা ধূমকেতু
No icon

আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে জাবি শিক্ষার্থীদের অবস্থান

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার জেরে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিসহ আবাসিক হল খুলে দেয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জাবি শিক্ষার্থীদের সঙ্গে এই জমায়েতে অংশ নিয়েছে আশপাশে থাকা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। বিক্ষোভ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলের মুক্তিসহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব আবাসিক হল খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছে তারা।

বিক্ষোভ চলাকালে গণমাধ্যমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘আরিফ সোহেলসহ আমাদের যেসকল সমন্বয়কবৃন্দ এবং শিক্ষার্থী ভাই-বোনেরা কারাগারে বন্দী আছে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আজকের মধ্যে আমাদের নয় দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি।  নইলে আগামীকাল থেকে সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলন শুরু হবে।’  

একইসঙ্গে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দাবি জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যলয় প্রশাসন হলে হল খুলে না দিলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। যুগান্তর