গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৫ জন নিহতফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘরাজনৈতিক প্রভাব কমাতে ক্ষমতা পাচ্ছে এনটিআরসিএআফগানিস্তানে বাড়ছে লাশের মিছিলনুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
No icon

বাজারে বৃষ্টির প্রভাব বাড়ছে পণ্যের দাম

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এক সপ্তাহের ব্যবধানে ডিম, সবজি এবং অন্যান্য পণ্যের দাম বেড়েছে। দোকানিরা বলছেন, বৃষ্টির প্রভাব পড়েছে কাঁচাবাজারে। বৃষ্টিতে সবজি নষ্ট ও পাইকারি বাজারে পৌঁছাতে না পারায় দাম বেড়েছে।মালিবাগ ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহখানেক আগেও মানভেদে প্রতি কেজি পিঁয়াজ ৬০-৬৫ টাকায় পাওয়া যেত। এখন তা বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। কাঁচা মরিচ ১৬০ থেকে বেড়ে ২০০, করলা ৬০ থেকে ৮০, বেগুন ১০০ থেকে ১২০, টম্যাটো ১৪০ থেকে বেড়ে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ধরনের শাক আঁটিতে ৫-১০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।

এদিকে সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দাম। গত সপ্তাহে লাল ডিম ছিল ১২৫-১৩০ টাকা ডজন, এখন ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ১৭০-১৮০, সোনালি ৩০০-৩৩০ ও দেশি ৬৬০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৮০-৮৫০ ও খাসি ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। চালের বাজারে মিনিকেট ৮৫-৯২, নাজিরশাইল ৮৪-৯০, স্বর্ণা ৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যদিকে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ইলিশের দাম। রুই ৩৫০, কাতলা ৪০০, পাঙাশ ২০০, চিংড়ি ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। একই কারণে পিঁয়াজের সরবরাহও কমেছে। এ বছর কৃষকের ঘরে মজুত থাকা অনেক পিঁয়াজ নষ্ট হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাঁদের দাবি, সরবরাহ স্বাভাবিক হলে সবজি ও ডিমের দাম কিছুটা কমবে।