যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদইসরাইলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান আয়াতুল্লাহ আলি খামেনির নেপালে জেন জি বিক্ষোভে নিহত বেড়ে ১৪, আহত ৫০ইসরাইলি গণহত্যায় নিশ্চিহ্ন ২৭০০ ফিলিস্তিনি পরিবারদুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টির আভাস
No icon

ব্যাংকে নগদ টাকার চাহিদা মেটাতে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ধার করছে ব্যাংকগুলো

ব্যাংকে নগদ অর্থের সংকট আবার কিছুটা বেড়েছে। ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা বেড়েছে, কিন্তু সে অনুপাতে টাকার জোগান বাড়েনি। যে কারণে ব্যাংকগুলো নগদ টাকার চাহিদা মেটাতে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ধার করছে। 

সংকটে থাকা ব্যাংকগুলোর নগদ অর্থের চাহিদা বাড়ায় কলমানির সুদের হার বেড়েছে। বুধবার কলমানি মার্কেটে সুদের হার বেড়ে সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১১ থেকে ১২ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, কলমানি মার্কেটে এক দিনের ধারের সুদের হার আগের মতোই সর্বোচ্চ ১১ শতাংশে স্থির ছিল। কিন্তু স্বল্পমেয়াদি ধারের সুদহার বেড়ে সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১১ থেকে ১২ শতাংশ।

এদিকে মেয়াদি ধারের সুদহারও সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১২ শতাংশ। ব্যাংকগুলোতে নগদ অর্থের চাহিদা বাড়ায় কলমানি থেকে ধারের প্রবণতা বেড়েছে। এদিকে বাজারে টাকার প্রবাহ ওই হারে না থাকায় সুদের হার সামান্য বেড়েছে। 

বুধবার কলমানি মার্কেটে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ১৪০ কোটি টাকা। এর মধ্যে স্বল্পমেয়াদি ধারে লেনদেন হয়েছে ৯০৫ কোটি টাকা। মেয়াদি ধারে লেনদেন হয়েছে ৩২০ কোটি টাকা।