২০২৬ সাল থেকেই নতুন বেতন স্কেলে বেতন-ভাতা পেতে পারেন সরকারি চাকরিজীবীরাবাজারে কিছুটা স্বস্তি এনেছে শীতের সবজি, কমছে ডিমের দামওকক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিতঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানেএনসিপি নেতা নাসীরুদ্দীন বললেন, পদত্যাগ করিনি
No icon

২০২৫ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৭ দিন

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জন্য নতুন ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বছরটিতে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ছুটি থাকবে ২৭ দিন।রোববার (১৭ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে বরাতে। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি একদিন বন্ধ থাকবে ব্যাংক। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে ২৬ মার্চ, জুমাতুল বিদা ও শবে ২৮ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।আর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচদিন বন্ধ থাকবে। যদিও এসময়ে মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। সে হিসাবে ঈদুল ফিতরের আগের দুই দিন, ঈদের দিন ও ঈদের পরের দুই দিন ব্যাংক বন্ধ থাকবে।বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল, মে দিবস উপলক্ষে ১ মে ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১১ মে ব্যাংক বন্ধ থাকবে। ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে ৫ থেকে ১০ জুন অর্থাৎ ৬ দিন ব্যাংক বন্ধ থাকবে। ইদুল আজহায় দুই দিন সাপ্তাহিক ছুটি পড়েছে।ব্যাংক হলিডে উপলক্ষে একদিন ১ জুলাই, আশুরা উপলক্ষে ৬ জুলাই, জন্মাষ্টমী ১৬ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে বলে জানানো হয় বাংলাদেশ ব্যাংকের নতুন তালিকায়।