১৮ জুলাই পালিত হবে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টাদেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাসআগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূসমগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু
No icon

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

আহসান এইচ মনসুর কর্মজীবনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। পরে ১৯৮১ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দেন। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ড. মনসুর প্রাথমিকভাবে ১৯৯১ সালে বাংলাদেশে মূল্য সংযোজন করের সফল প্রবর্তনের সাথে জড়িত ছিলেন।

আইএমএফ থেকে অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশ পলিসি রিসার্চ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এবং নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন।

সূত্র : বিবিসি