নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬আজ কুমিল্লায় এনসিপির পদযাত্রাঢাকা ও আশপাশের এলাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রাবিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫৫ আগস্ট ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে
No icon

পোশাক কারখানা খুলছে আজ

চলমান অস্থিরতার মধ্যে অনির্দিষ্টকালের জন্য সকল পোশাক কারখানা বন্ধ রাখা হয়। তিন দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে খুলছে তৈরি পোশাক ও বস্ত্রকল কারখানা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএমইএ।জানা যায়, তৈরি পোশাক কারখানা খুলে দেয়ার বিষয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে মঙ্গলবার বিকেলে বৈঠক করেন বিজিএমইএর নেতারা। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, মো. নাছির উদ্দিন, পরিচালক শোভন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি তপন চৌধুরী অংশ হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত ৪ আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরদিন আবারও কারখানা খোলার সিদ্ধান্ত এল।