বাসের ‘গেটলক সিস্টেম’ চালু হচ্ছে আজফের গরম আসছে, তবে অস্বস্তিকর নয় বিশ্ব মা দিবস আজনতুন বিনিয়োগকারী কম আসছে শেয়ারবাজারেএসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ
No icon

যে কারণে হঠাৎ ব্যাপক দরপতন বিটকয়েনের

হঠাৎ ডিজিটাল মুদ্রা বিটকয়েনের ব্যাপক দরপতন ঘটেছে। বুধবার শীর্ষ এই ক্রিপ্টোকারেন্সির দাম কমেছে ৩ দশমিক ৬৫ শতাংশ। ব্যাপক এই দরপতনের পর প্রতি বিটকয়েনের দাম স্থির হয়েছে ২৪ হাজার ৯৮৭ ডলারে।গণমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে। খবরে বলা হয়, এদিন বৈঠক করেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কর্তারা। এবার সুদের হার অপরিবর্তিত রেখেছে তারা। এতে মার্কিন মুদ্রা ডলার ঘুরে দাঁড়িয়েছে। তবে ব্যাপক মূল্য হ্রাস পেয়েছে বিটকয়েনের।দরপতনের প্রতি বিটকয়েনের দাম স্থির হয়েছে ২৪ হাজার ৯৮৭ ডলারে। গত সপ্তাহে যা ছিল ২৭ হাজার ২৭৩ ডলার। শুধু একদিনেই এই ক্রিপ্টোকারেন্সির দাম নিম্নমুখী হয়েছে ৯৪৭ ডলার।বিশ্বের সর্ববৃহৎ এবং তুমুল জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। ২০২২ সালে যার বাজারে মন্দা নেমে আসে। প্রতি মুদ্রার দাম নেমে যায় প্রায় ১৬ হাজার ডলারে।তবে চলতি বছরের শুরু থেকে বিটকয়েনের দাম আবার বাড়তে থাকে। বাড়তে বাড়তে তা গত ১৪ এপ্রিল ৩১ হাজার ৩৫ ডলারে ওঠে। সেখান থেকে ধপাস করে মান পড়ে যায়। এখন পর্যন্ত যা কমেছে ১৯ দশমিক ৫ শতাংশ।