মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলবিবিসিতে বড় ধাক্কা, পদত্যাগ করলেন মহাপরিচালক ও বার্তাপ্রধানচলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টাকর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এলেন শিক্ষকরা, বহাল কর্মসূচিপে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা
No icon

হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম কারাগারে

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে। জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এমপি সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিমের বড় ছেলে। হাজী সেলিমও বর্তমানে কারাগারে আছেন।