সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন আজইসি গঠনে ৭ নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটিইসরাইলি হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহতআজ সংবিধান দিবস
No icon

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, বুধবার (১৪ ডিসেম্বর) মধ্য রাত থেকে পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার চাদরে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুট ঢাকা পড়ে যায়। এতে নৌরুটের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে গেলে যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চালাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।ফেরি সার্ভিস বন্ধ থাকায় নদী পারাপার জন্য শতাধিক যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে বলে জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।এদিকে, বুধবারও ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল ৪ ঘণ্টা বন্ধ ছিল।