সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন আজইসি গঠনে ৭ নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটিইসরাইলি হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহতআজ সংবিধান দিবস
No icon

প্রতিকূল অবস্থায়ও ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ

শত প্রতিকূল অবস্থায়ও ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ—এমন ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্য নিয়ে তৈরি পোশাক খাতের মেড ইন বাংলাদেশ সপ্তাহের যাত্রা শুরু হয়েছে। গতকাল রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এর অনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগ ও সোর্সিংয়ের জন্য বাংলাদেশকে বেছে নিতে বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের সেরা ও অনুকূল গন্তব্য।প্রধানমন্ত্রী বলেন, আমরা সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি। দেশের বিনিয়োগবান্ধব নীতি এবং বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করছে।তিনি দেশের ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বলেন, আপনারা বিদেশের উচ্চ প্রযুক্তি, জ্ঞান আপনাদের শিল্প খাতে গ্রহণ করুন।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) এই আয়োজনে সহযোগিতা করছে। আয়োজকরা জানান, দেশের উদ্যোক্তাদের ঘুরে দাঁড়ানোর গল্প, উদ্ভাবন এসব বিদেশি ক্রেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তুলে ধরাই আয়োজনের লক্ষ্য। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) মেড ইন বাংলাদেশ উইক-২০২২-এর আয়োজক।প্রধানমন্ত্রী বলেন, ট্রান্স এশিয়ান রেলওয়ে, ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। তা ছাড়া আমরা ওয়াটারওয়েজ, এয়ারওয়েজ, রেলসহ সব কিছুতেই উন্নয়ন করে যাচ্ছি।প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশের জনগণই আমাদের সাহসের উৎস। জনগণের আর্থ-সামাজিক উন্নতি হচ্ছে এবং মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। দুই হাজার ৮২৪ মার্কিন ডলার এখন মাথাপিছু আয়। ক্রয়ক্ষমতাও এ দেশের মানুষের বৃদ্ধি পাচ্ছে। আমাদের নিজস্ব বাজার তৈরি হচ্ছে। তিনি বলেন, শুধু রপ্তানি করলেই চলবে না, নিজের দেশের ভেতরেও বাজার সৃষ্টি করতে হবে। করোনাকালে তাঁর সরকার যতটা সম্ভব তৃণমূলে অর্থ বরাদ্দ করেছে।