ইসি গঠনে ৭ নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটিইসরাইলি হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহতআজ সংবিধান দিবসআজ সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভাশেখ হাসিনা বার্নসহ নাম পরিবর্তন হলো ১৪ হাসপাতালের
No icon

জন্মের পরপরই মিলবে ইউনিক আইডি

মন্ত্রিসভা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২-এর খসড়ার বিষয়ে কিছু পর্যবেক্ষণসহ নীতিগত অনুমোদন দিয়েছে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ মন্ত্রিসভার পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করে খসড়া আইনের চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠাবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সম্পূর্ণ ভিন্ন বিষয়। সরকারের অধীনে এনআইডি কার্যক্রম আসার পর প্রত্যেক নাগরিক জন্মের পরপরই একটি ইউনিক আইডি পাবেন। এরপর মৃত্যু পর্যন্ত একটি আইডিতেই সব কাজ করতে পারবেন। এনআইডি সরকারের অধীনে আসার পর নির্বাচন কমিশন চাইলে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ব্যবহার করে ভোটার তালিকা করতে পারবে। নির্বাচন কমিশন যদি চায়, নিজেদের উদ্যোগে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা করবে, সেটাও করতে পারে। কারণ ভোটার তালিকা করার সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের।


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও বিতরণের কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত সরকার আগেই নিয়েছে। আইন তৈরি এবং এরপর প্রয়োজনীয় পরিকাঠামো গঠন হওয়ার আগ পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনেই থাকবে এনআইডি কার্যক্রম। আমদানির আগেই ভ্যাট-ট্যাক্স: সরকারিভাবে কোনো পণ্য বিদেশ থেকে আনার আগেই ভ্যাট ও ট্যাক্স পরিশোধের জন্য মন্ত্রিসভায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ট্যাক্সসহ বিভিন্ন বিষয়ে আমরা অনেকেই সচেতন থাকি না। সরকারি বিভিন্ন দপ্তর মালপত্র আনার সময় ইনকাম ট্যাক্স বা সিটি ভ্যাট পরিশোধ করে না। সে ক্ষেত্রে মালপত্র শিপিংয়ে আনলোড করা যায় না। আবার অনেক সময় আনলোড করলেও বন্দরে পড়ে থাকে। তখন প্রতিটি জাহাজকে ২০ থেকে ৩০ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কেবিনেট সচিব সবাইকে নিয়ে বসে বিষয়টি সুরাহা করবেন। যাতে ইনকাম ট্যাক্স বা ভ্যাট যতটা দেওয়ার, তা আগেই সম্পন্ন হয়ে থাকে।