ইসি গঠনে ৭ নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটিইসরাইলি হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহতআজ সংবিধান দিবসআজ সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভাশেখ হাসিনা বার্নসহ নাম পরিবর্তন হলো ১৪ হাসপাতালের
No icon

বিদ্যুৎহীন দিনরাত্রি, মহাভোগান্তি

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে গতকাল মঙ্গলবার রাজধানীসহ দেশের এক বড় অংশ দীর্ঘ সময় ছিল বিদ্যুৎহীন। ফলে দিনরাত্রি মহাভোগান্তিতে পড়ে লাখ লাখ মানুষ। বাধাগ্রস্ত হয় চিকিৎসাসেবা। কোথাও কোথাও রোগীর চিকিৎসা চলে মোমের আলোয়। ইন্টারনেট ও ফোনসেবা হয় বিঘ্নিত। দুর্গাপূজা উৎসবেও পড়ে ভাটা। পাম্পগুলোতে তেল ও সিএনজি বিক্রি বন্ধ হয়ে যায়। এটিএম বুথ থেকে টাকা তুলতেও বেকায়দায় পড়েন গ্রাহকরা। প্রচণ্ড গরমে বাসাবাড়িতে অস্বস্তিতে পড়েন বৃদ্ধ ও শিশুরা। রাতেও সড়ক-অলিগলি ডুবে থাকে অন্ধকারে। মোমবাতি জ্বালিয়ে চলে বেচাকেনা। এতে দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা-বিক্রেতাদের। দেখা দেয় মোমবাতি সংকট। রাত ১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।ঘটনা তদন্তে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) ইয়াকুব ইলাহী চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের আরও দুটি কমিটি করার কথা রয়েছে।গ্রিড বিপর্যয়ের কারণ সম্পর্কে গতকাল রাত পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি সংশ্নিষ্ট কোনো সংস্থা।

পিজিসিবির কর্মকর্তারা জানান, তাঁরা আপাতত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দিকে নজর দিয়েছেন। পরে কারণ খুঁজে বের করবেন। তবে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, নরসিংদীর ঘোড়াশালে দুটি উপকেন্দ্রে সংযোগ দেওয়ার সময় আশুগঞ্জ গ্রিডে বিপর্যয় দেখা দেয়।বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলীয় জোনে গতকাল দুপুর ২টা ৪ মিনিটে বিপর্যয় শুরু হয়। সঙ্গে সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে খুলনা, বরিশাল ও যমুনা নদীর ওপারে উত্তরাঞ্চলের জেলাগুলোতে এ সংকট হয়নি। গতকাল বিকেলে আশুগঞ্জ-সিরাজগঞ্জ লাইন চালুর মাধ্যমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় বিকেল সোয়া ৫টায়। রাত ১১টার মধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম ও মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। তবে গাজীপুর, ঢাকা, সিলেট, কুমিল্লা ও নারায়ণগঞ্জের কিছু এলাকা তখনও ছিল বিদ্যুৎহীন।