তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
No icon

করোনার টিকা সংগ্রহে ৩০ লাখ ডলার দিচ্ছে এডিবি

করোনার টিকাসহ জরুরি চিকিৎসা সামগ্রী সংগ্রহে ৩০ লাখ ডলার অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থার এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স ফান্ডের এই সহযোগিতার অর্থ জোগান দিচ্ছে জাপান সরকার। মঙ্গলবার এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে এডিবির সঙ্গে। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতেমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে বাংলাদেশে সংস্থার কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন।সূত্র জানিয়েছে, নতুন এই ৩০ লাখ ডলার অনুদানসহ কভিড-১৯ উপলক্ষে এডিবির ঋণ এবং অনুদানের পরিমাণ দাঁড়াল এখন ৬০ কোটি ৩০ লাখ ডলার। মার্চে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর গত ৭ মে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এডিবি। দ্বিতীয় দফায় ৩০ এপ্রিল ১০ কোটি ডলারের নমনীয় ঋণ অনুমোদন করা হয় সংস্থার পক্ষ থেকে।চুক্তি উপলক্ষে এক বিবৃতিতে এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, বাংলাদেশ সরকার দ্রুততম সময়ের মধ্যে কভিডের টিকা সংগ্রহের চেষ্টা করছে। এই প্রচেষ্টায় সহায়তা দিতে পেরে তারা খুশি। তিনি বলেন, বাংলাদেশে কভিড-১৯ পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে শুরু করতে জনসাধারণের জন্য টিকার ব্যবস্থা করাটা খুব জরুরি। এ বিষয়ে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তারা।