তপশিল ঘোষণামাত্র ২ উপদেষ্টার পদত্যাগ কার্যকরজাতীয় সংসদ ও গণভোটের তপশিল আজখালেদা জিয়াকে সিসিইউতে রেখে সর্বোচ্চ চিকিৎসাসচিবালয়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদশেখ হাসিনা নি কৃ ষ্ট শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে: সাদিক কায়েম
No icon

তাপপ্রবাহের বিস্তার কমেছে, বাড়বে বৃষ্টি

বৃষ্টির কারণে ঢাকাসহ দেশের কোথাও কোথাও তাপপ্রবাহের বিস্তার কমেছে। মঙ্গলবার দেশের ৪৯ জেলায় তাপপ্রবাহ ছিল। গতকাল বুধবার মৃদু তাপপ্রবাহ ছিল ২১ জেলায়। রাজধানী ঢাকায়ও গতকাল তাপমাত্রা মঙ্গলবারের চেয়ে কমেছে। কমেছে দেশের সর্বোচ্চ তাপমাত্রাও।আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমতে পারে। বাড়তে পারে বৃষ্টি। তবে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তিটা থাকবে। চলতি মাসের মাঝামাঝি নাগাদ এটা হয়তো চলে যাবে।সিরাজগঞ্জ বাদ দিয়ে রাজশাহী ও রংপুর বিভাগের সর্বত্র এবং টাঙ্গাইল, ময়মনসিংহ, ফেনী, বাগেরহাট, যশোর ও চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ বয়ে গেছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক। তবে বৃহস্পতিবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।গতকাল রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছিল নীলফামারীর ডিমলায়।গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এক দিনে রাজধানীর তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় থাকায় বৃষ্টিপাতের প্রবণতাটা কম।