তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধবন্যায় বিপর্যস্ত টেক্সাস: মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ ২৫ শিশুহজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজিরোহিঙ্গা সমস্যার সমাধানে সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশইসরায়েলের সঙ্গে ‘যুদ্ধবিরতি’ আলোচনায় প্রস্তুত হামাস
No icon

সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

টানা কয়েকদিনের বৃষ্টিপাতে গরম কিছুটা কমেছে। তবে এখনো ৩৪ ডিগ্রির ঘরেই রয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থায় সকালের মধ্যে দেশের ২ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টা থেকে রোববার (২০ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে এসব জেলার নদীবন্দরে সতর্ক সংকেতও দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, রোববার সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।