রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প চাকরি নয়, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা৪৮ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদইনুসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালেরবৃষ্টি আরও কত দিন থাকবে জানাল আবহাওয়া অফিস
No icon

ঘূর্ণিঝড় ‘ডানা’ কবে-কোথায় আঘাত হানতে পারে?

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।  নিম্নচাপে পরিণত হওয়ার পর বুধবার নাগাদ ঘূর্ণিঝড় ‘ডানা’য় রূপ নিতে পারে এটি। নিম্নচাপে রূপ না নেয়ায় এর গতি প্রকৃতি এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে অবস্থায় আছে তা দেখে মনে হচ্ছে, এটি উড়িষ্যা বা পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। মঙ্গলবার নিম্নচাপে পরিণত হলে তখন এর গতি প্রকৃতি বা কোথায় আঘাত হানতে পারে সেটি সম্পর্কে সঠিক পূর্বাভাস দেয়া সম্ভব।’ এদিকে সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরের নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামী বুধবার (২৩ অক্টোবর) রাতের পর থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ‘ডানা’র উপকূলে আঘাত হানার পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
সূত্র : বিবিসি