অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার কাজ সম্পন্ন হবে: জাহাঙ্গীর আলম চৌধুরী জামায়াতের সঙ্গে জোট করতে এনসিপির ১০০ নেতার সমর্থন পদ্মা সেতুতে সাড়ে তিন বছরে ২৯৩৬ কোটি টাকার টোল আদায়শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলরোববার সারাদেশের বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের
No icon

আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন ম্যাক্সওয়েল

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের আগামী আসরে খেলতে দেখা যাবে না অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। নিলামের শুরু হওয়ার দুই সপ্তাহ আগে নিজের নাম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

ম্যাক্সওয়েল মঙ্গলবার (২ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি আবেগঘন স্টোরির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'অনেক স্মরণীয় মৌসুমের পর, এই বছর নিলামে আমার নাম রাখার সিদ্ধান্ত নেই। এটি অনেক বড় সিদ্ধান্ত, তবে আইপিএলের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। এই লিগ আমাকে একজন ক্রিকেটার ও মানুষ হিসেবে উন্নতিতে সাহায্য করেছে। বিশ্বসেরা সতীর্থদের সঙ্গে খেলা, অসাধারণ ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করা এবং অসাধারণ সমর্থকদের সামনে পারফর্ম করা, এগুলো সব সময় আমার সঙ্গে থাকবে।'