অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার কাজ সম্পন্ন হবে: জাহাঙ্গীর আলম চৌধুরী জামায়াতের সঙ্গে জোট করতে এনসিপির ১০০ নেতার সমর্থন পদ্মা সেতুতে সাড়ে তিন বছরে ২৯৩৬ কোটি টাকার টোল আদায়শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলরোববার সারাদেশের বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের
No icon

আবারও মুস্তাফিজকে দলে নিলো দুবাই ক্যাপিটালস

আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে জায়গা পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে বাঁহাতি এই পেসারকে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে আসর শুরুর আগে তাকে ছেড়ে দিয়েছিল দলটি। এবার আবারও তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যা এক মৌসুমে দ্বিতীয়বার।

এর আগে মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছিল দুবাই। ধারণা করা হচ্ছিল, একই সময়ে বিপিএল থাকায় এই টুর্নামেন্টের জন্য এনওসি পাচ্ছেন না ফিজ, তাই তার বদলি নেওয়া হয়েছিল।

এবার আবারও মুস্তাফিজকে দলে নিলো দুবাই ক্যাপিটালস। জিএম রিতেশের বদলি হিসেবে তাকে নেওয়া হয়েছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবারই প্রথম আইএলটি-২০তে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মুস্তাফিজ।

বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকে দেখা যাবে এই টুর্নামেন্টে। নিলাম থেকে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ। নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে এমআই এমিরেটস ৪০ হাজার ডলারে দলে নিয়েছে। তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স, ৮০ হাজার ডলারে।