খালেদা জিয়ার অবস্থার সামান্য উন্নতি, বিদেশে নেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নিপূর্ণ দিবস কর্মবিরতিতে সরকারি ও মাধ্যমিকের শিক্ষকরা, বার্ষিক পরীক্ষা স্থগিতঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’বিজয়ের মাস শুরুসেন্টমার্টিনে আজ থেকে করা যাবে রাতযাপন
No icon

কাটার মাস্টারকে আইপিএলে দুই ম্যাচ খেলার অনুমতি দিল বিসিবি

দিল্লি ক্যাপিটালস (ডিসি) মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে দিল্লি যাচ্ছেন তিনি। তবে জাতীয় দলের ম্যাচ থাকায় দিল্লির বাকি সব ম্যাচে খেলার অনুমতি পাচ্ছেন না কাটার মাস্টার মুস্তাফিজ। তাকে শেষ দুই ম্যাচে খেলার ছাড়পত্র দিচ্ছে বিসিবি।

বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘সে এরই মধ্যে জাতীয় দলের হয়ে খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছে। বোর্ডের নিয়ম অনুযায়ী, কেউ জাতীয় দলে থাকলে তাকে ছাড়পত্র দেওয়া হয় না। সে সিরিজ শেষ করে বাকি ম্যাচ খেলার ছাড়পত্র পাবে।’