ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : ড. আসিফ নজরুলরোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টাচাকসুর ভোটগ্রহণ শুরু, ক্যাম্পাসে উৎসাহের আমেজচলছে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’জিবুতির প্রধানমন্ত্রীকে যে পরামর্শ দিলেন ড. ইউনূস
No icon

ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক

ইংল্যান্ডের সাদা-বলের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন হ্যারি ব্রুক। আজ সোমবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ তথ্য নিশ্চিত করেছে। 

পাকিস্তানে অনুষ্ঠিত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ব্যর্থতার পর পদত্যাগ করেছিলেন জস বাটলার। তারই স্থলাভিষিক্ত হয়েছেন ২৬ বছর বয়সী ব্রুক।

হ্যারি ব্রুক এক বিবৃতিতে জানান, ‘ইংল্যান্ডের সাদা-বলের ক্যাপ্টেন হওয়া সত্যিই এক সম্মানের বিষয়। ছোট থেকেই আমি ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার এবং একদিন দলের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতাম। এখন সেই সুযোগ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি আমার পরিবার এবং কোচদের ধন্যবাদ জানাতে চাই যারা প্রতিটি পদক্ষেপে আমাকে সমর্থন করেছেন। তাদের আমার প্রতি বিশ্বাস সবকিছু বদলে দিয়েছে। তাদের ছাড়া আমি আজকের এই অবস্থানে থাকতাম না।’