খালেদা জিয়ার অবস্থার সামান্য উন্নতি, বিদেশে নেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নিপূর্ণ দিবস কর্মবিরতিতে সরকারি ও মাধ্যমিকের শিক্ষকরা, বার্ষিক পরীক্ষা স্থগিতঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’বিজয়ের মাস শুরুসেন্টমার্টিনে আজ থেকে করা যাবে রাতযাপন
No icon

সাতে সাত রংপুর, জয়ে শীর্ষে

তিন ম্যাচে তিন জয়—এমন নিখুঁত পরিসংখ্যান নিয়েই ঢাকা থেকে সিলেটে যায় রংপুর রাইডার্স। তিনে তিন নিয়ে আরেকটি দলও সিলেটে গিয়েছিল। সেই দলটির নাম ঢাকা ক্যাপিটালস। তিন জয় নয়, তিন হার নিয়েই ঢাকা ছেড়েছিল দলটি।

সিলেট পর্ব শেষেও পয়েন্ট তালিকার বিপরীত মেরুতে থেকেই চট্টগ্রামে যাচ্ছে রংপুর ও ঢাকা। রংপুর তো অজেয়ই রইল। কাল রাতে রোমাঞ্চকর ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা সপ্তম জয় পেয়েছে রংপুর। তাতে সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সেরা চারে থেকে প্লে-অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে দলটি।