ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : ড. আসিফ নজরুলরোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টাচাকসুর ভোটগ্রহণ শুরু, ক্যাম্পাসে উৎসাহের আমেজচলছে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’জিবুতির প্রধানমন্ত্রীকে যে পরামর্শ দিলেন ড. ইউনূস
No icon

বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় আফগানিস্তানের

তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে ২-১ ম্যাচ ব্যবধানে সিরিজ জিতল আফগানিস্তান। সোমবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় আফগানরা।ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের অন্তর্বর্তী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম দুই ম্যাচে সমতা থাকায় এই ওয়ানডেটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। এমন ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান করেন। ইনিংসের শেষ বলে রান আউট হওয়া মাহমুদউল্লাহ ৯৮ রান করেন।পরে ২৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান। একই সঙ্গে ম্যাচ ও সিরিজ জিততে দলটি ব্যয় করে ৫ উইকেট।