খালেদা জিয়ার অবস্থার সামান্য উন্নতি, বিদেশে নেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নিপূর্ণ দিবস কর্মবিরতিতে সরকারি ও মাধ্যমিকের শিক্ষকরা, বার্ষিক পরীক্ষা স্থগিতঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’বিজয়ের মাস শুরুসেন্টমার্টিনে আজ থেকে করা যাবে রাতযাপন
No icon

ইনিংসের শেষ বলে ৯৮ রানে আউট মাহমুদুল্লাহ

শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৪৪ রান করেছে বাংলাদেশ। দলের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৯৮ এবং অধিনায়ক মিরাজ ৬৬ রান করেছেন।

নিয়মিত অধিনায়ক শান্তর ইনজুরির কারণে এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সোমবার (১১ নভেম্বর) শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মিরাজ বাংলাদেশ।

শুরুটা বেশ ভালোও হয়েছিল টাইগারদের। উদ্বোধনী জুটিতে আসে অর্ধশত। ৮.৩ ওভারে দলীয় ৫৩ রানের মাথায় ২৪ রানে ফিরে যান সৌম্য সরকার। এরপর দ্রুত আরও তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ১৪.৪ ওভারে ৪ উইকেটে দলের স্কোর দাঁড়ায় ৭২। সেখান থেকে হাল ধরেন মিরাজ-মাহমুদুল্লাহ। এই জুটিতে আসে ১৪৫ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে জমা হয় ২৪৪ রান। তবে আক্ষেপ থেকে যায় মাহমুদুল্লাহর। ইনিংসের শেষ বলে ৯৮ রানে রানআউট হন এই সিনিয়র ব্যাটার। আফগানিস্তানের পক্ষে আজমতউল্লাহ ওমরজাই ৪টি, মোহাম্মদ নবী ও রশিদ খান ১টি করে উইকেট দখল করেন।