ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : ড. আসিফ নজরুলরোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টাচাকসুর ভোটগ্রহণ শুরু, ক্যাম্পাসে উৎসাহের আমেজচলছে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’জিবুতির প্রধানমন্ত্রীকে যে পরামর্শ দিলেন ড. ইউনূস
No icon

৩৬৯ দিন পর মাঠে ফিরলেন নেইমার

অবশেষে ৩৬৯ দিন পর মাঠে ফিরলেন নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গতকাল সোমবার রাতে আল আইনের বিপক্ষে মাঠে নামে তিনি। নিজে নামের প্রতি সুবিচার করতে না পারলেও তার দল আল হিলাল ৫-৪ গোলে জিতেছে।আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে ম্যাচের ৭৭ মিনিটে মাঠে নামেন ব্রাজিল সুপার স্টার। মাঠে নেমেই গোলের সুযোগ তৈরি করেছিলেন নেইমার। আলেক্সান্দার মিত্রোভিচের সঙ্গে পাস আদান প্রদান করে বক্স থেকে শট নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন। শট নিলেও আল আইন গোলকিপার খালিদ এইসার তা সেভ করেন।ম্যাচে যোগ করা সময়েও একটি গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। সেটিও কাজে লাগাতে পারেননি তিনি।৯ গোলের রোমাঞ্চকর এই ম্যাচে আল হিলালের হয়ে হ্যাটট্রিক করেন সালেম-আল দাসারি। আল আইনের হয়ে হ্যাটট্রিক করেন সুফিয়ান রাহিমি। ম্যাচে দুই হ্যাটট্রিক ছাপিয়ে নেইমারের মাঠে ফেরাই সবচেয়ে বড় খবর হয়ে উঠেছে।গত বছর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। এসিএল চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া।গত বছর আগস্টে সৌদি ক্লাবটিতে যোগ দেন নেইমার। হাঁটুর চোটে পড়ার আগে ক্লাবটির হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলেন।