তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতিসংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শেষ দিনের শুনানি চলছেদ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের, তীব্র যানজটঢাকায় কমতে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনাঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
No icon

বিসিবির বৈঠক আজ, ঘোষণা হতে পারে নতুন সভাপতির নাম

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বর্তমান প্রেক্ষাপটে তার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা একপ্রকার অসম্ভবই বলা চলে। এর মধ্যেই আজ বুধবার বোর্ড সভা ডেকেছে বিসিবি। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা।এই সভায় অনলাইনে অংশ নেবেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। এই সভাতেই নিজের পদত্যগের ঘোষণা দেবেন তিনি।একই দিন নতুন বোর্ড প্রেসিডেন্টের ঘোষণাও আসতে পারে। আজ সিদ্ধান্ত হতে পারে বিসিবির নতুন সভাপতি কে হবেন। বিসিবি সভাপতি হওয়া দৌড়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ।বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সংস্থাটির সভাপতি হতে হলে তাকে পরিচালক হতে হবে। তবে ফারুক আহমেদ বর্তমান বোর্ডের পরিচালক পদে নেই। এ কারণেই তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে বিসিবিতে আনা হবে। এরপর বিসিবির পরিচালকদের ভোটে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে।এদিকে মঙ্গলবার বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনূস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন তিনি।