খালেদা জিয়ার অবস্থার সামান্য উন্নতি, বিদেশে নেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নিপূর্ণ দিবস কর্মবিরতিতে সরকারি ও মাধ্যমিকের শিক্ষকরা, বার্ষিক পরীক্ষা স্থগিতঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’বিজয়ের মাস শুরুসেন্টমার্টিনে আজ থেকে করা যাবে রাতযাপন
No icon

ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মেসি

আমেরিকার ফাইনালে বিরতির পর ইনজুরির কারণে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। ম্যাচের ৬৬তম মিনিটে আর্জেন্টাইন মহাতারকাকে বদলি করা হয়। তার বদলি হিসেবে নেমেছেন নিকোলাস গঞ্জালেস। মেসি কান্নাভেজা চোখে বিদায় জানান।এর আগে প্রথমার্ধে ডি-বক্সের মুখে বল পেয়ে কলম্বিয়ার একজনের চ্যালেঞ্জের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে বাইলাইনের কাছে পড়ে যান মেসি। চোট পান ডান পায়ে। বেশ কিছুক্ষণ ধরে মাঠেই শুশ্রূষা নিয়ে নিজ পায়ে দাঁড়ান আর্জেন্টিনা অধিনায়ক। বিরতির আগের বাকি সময়টায় তাকে খুড়াতে দেখা যায়।আজ সোমবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে খেলার প্রথমার্ধ অবশ্য কলম্বিয়ার আধিপত্য ছিল। বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে থাকা নেস্তর লরেন্সোর দল প্রথমার্ধে গোলের জন্য নেয় আটটি শট, এর চারটি ছিল লক্ষ্যে। আর আর্জেন্টিনার তিনটি শটের কেবল একটি ছিল লক্ষ্যে।