১৮ জুলাই পালিত হবে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টাদেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাসআগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূসমগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু
No icon

ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মেসি

আমেরিকার ফাইনালে বিরতির পর ইনজুরির কারণে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। ম্যাচের ৬৬তম মিনিটে আর্জেন্টাইন মহাতারকাকে বদলি করা হয়। তার বদলি হিসেবে নেমেছেন নিকোলাস গঞ্জালেস। মেসি কান্নাভেজা চোখে বিদায় জানান।এর আগে প্রথমার্ধে ডি-বক্সের মুখে বল পেয়ে কলম্বিয়ার একজনের চ্যালেঞ্জের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে বাইলাইনের কাছে পড়ে যান মেসি। চোট পান ডান পায়ে। বেশ কিছুক্ষণ ধরে মাঠেই শুশ্রূষা নিয়ে নিজ পায়ে দাঁড়ান আর্জেন্টিনা অধিনায়ক। বিরতির আগের বাকি সময়টায় তাকে খুড়াতে দেখা যায়।আজ সোমবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে খেলার প্রথমার্ধ অবশ্য কলম্বিয়ার আধিপত্য ছিল। বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে থাকা নেস্তর লরেন্সোর দল প্রথমার্ধে গোলের জন্য নেয় আটটি শট, এর চারটি ছিল লক্ষ্যে। আর আর্জেন্টিনার তিনটি শটের কেবল একটি ছিল লক্ষ্যে।