আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ সর্বজনীন পেনশনের নিবন্ধন এক লাখ ছাড়াল বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদরাসা বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশমহাবিপদ এড়াতে এখনই সাজাতে হবে পরিকল্পনা ২৭ জেলায় স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ থাকবে আজ
No icon

১৫০ রানও তাড়া করতে পারলো না ভারত

৩০ বলে দরকার ৩৭, হাতে ৬ উইকেট। টি-টোয়েন্টিতে এমন জায়গায় দাঁড়িয়ে ভারতের মতো দল ম্যাচ হারবে, সেটা কি ভাবা যায়? মাত্র ১৫০ রানের লক্ষ্যও তাড়া করতে পারবে না হার্দিক পান্ডিয়ার দল?

সেটাই হলো। তারোবার ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ১৪৯ রান টপকে জয় তুলে নিতে পারলো না ভারত।হেরে গেলো ৪ রানে। পাঁচ ম্যাচের সিরিজে ক্যারিবীয়রা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।টস জিতে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৪৯ রানেই থেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং ১৯ বলে ২৮, নিকোলাস পুরান ৩৪ বলে ৪১ আর শেষদিকে অধিনায়ক রভম্যান পাওয়েল ৩২ বলে ৩টি করে চার-ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলেন।দুটি করে উইকেট নেন অর্শদীপ সিং আর ইয়ুজবেন্দ্র চাহাল।জবাবে শুরু থেকেই চাপে ছিল ভারত, দ্রুত রান তুলতে পারেনি। ২৮ রানের মধ্যে দুই ওপেনার ইশান কিশান (৬) আর শুভমান গিল (৩) সাজঘরে ফেরেন। এরপর সূর্যকুমার যাদব ২১ বলে ২১ করে আউট হন।তিলক ভার্মা মারকুটে খেলছিলেন। কিন্তু ২২ বলে ২ চার আর ৩ ছক্কায় ৩৯ করা এই ব্যাটারকে ফেরান শেফার্ড। ১১ ওভারে মোটে ৭৭ রানে তুলতে ৪ উইকেট হারায় ভারত।এরপর আর কেউ দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৯ বলে ১৯, সঞ্জু স্যামসন ১২ বলে ১২, অক্ষর প্যাটেল ১১ বলে ১৩ করে সাজঘরে ফেরেন। ৯ উইকেটে ১৪৫ রানেই আটকে যায় ভারত।