ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮ঢাকায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডবৃষ্টির পর আগামী সপ্তাহে আবার তাপপ্রবাহের শঙ্কানারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা আজদেশের ৮ বিভাগে হতে পারে টানা বৃষ্টি
No icon

অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল বাংলাদেশের। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।মঙ্গলবার সেইন্ট জর্জ পার্কে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ। জবাবে ১০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ওভারে আউট হন শামিমা সুলতানা। কিছু পরেই বোল্ড হন ওপেনার মুর্শিদা খাতুন। ১৭ বল খেলে ৭ রান করেন সোবহানা মোস্তারি। অষ্টম ওভারে ৪২ রানে ৩ উইকেট হারানোর পর স্বর্ণা আক্তারের সঙ্গে ৪৪ রানের জুটিতে দলকে এগিয়ে নেন নিগার। এ ছাড়া স্বর্ণা জাতীয় দলে অভিষেকে ৫ রানের পর এবারও ভালো করতে পারেননি। ২৭ বলে ১২ রান করে বোল্ড হন তিনি।৪১ বলে ফিফটি করে এগিয়ে যাওয়া নিগার আউট হন শেষের আগের ওভারে ক্যাচ দিয়ে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিফটির কীর্তি গড়ে ৫০ বলে ৫৭ রান করেন নিগার।

১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানেই ওপেনার বেথ মুনিকে হারায় অস্ট্রেলিয়া। তবে তাতে কোনো বেগই পেতে হয়নি অজিদের। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন হিলি ও ল্যানিং। হিলি ৩৭ রান করে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ল্যানিং।অস্ট্রেলিয়ার অধিনায়ক ৪৯ বলে গড়েন ৪৮ রানের ইনিংস। এতে রয়েছে ৪টি চার। এ ছাড়া ২০ বলে ১৯ রান করেন গার্ডনার।বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। অন্যদিকে, ২০ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন অস্ট্রেলিয়ার বোলার জর্জিয়া ওয়েরহ্যাম।উল্লেখ্য, নিজেদের পরের ম্যাচে শুক্রবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।