বৃষ্টির পর আগামী সপ্তাহে আবার তাপপ্রবাহের শঙ্কানারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা আজদেশের ৮ বিভাগে হতে পারে টানা বৃষ্টিবিশ্ব কাঁপছে বিক্ষোভেআপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ চলবে আজ থেকে
No icon

টি-টোয়েন্টি সিরিজ অনিশ্চিত

বাংলাদেশ জাতীয় দলের সামনে ব্যস্ত সূচি। বিপিএল শেষে দেশের মাটিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড দলের বিপক্ষে সিরিজ খেলবেন টাইগাররা। এরপর মে মাসে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সাকিব-তামিমরা যাবেন আয়ারল্যান্ড সফরে। আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। আইরিশ ক্রিকেট বোর্ড ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত করেছে। তবে টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে বিসিবিকে এখনো কিছু জানায়নি তারা। তাই আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ বিষয়ে বলেন, টি-টোয়েন্টি (সিরিজ) এখনো চূড়ান্ত নয়। হবে কী হবে না, এটা এখনো নিশ্চিত করেনি তারা। নাও হতে পারে। এ রকমও হতে পারে, টি-টোয়েন্টির সূচিটা তারা পরে দিতে চাচ্ছে। আয়ারল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে জানিয়ে জালাল ইউনুস বলেন, এটা তো ওদের হোম সিরিজ। সুতরাং ভেন্যু কোথায় হবে সেটা ওরাই ঠিক করবে। ওয়ানডে তিনটা ইংল্যান্ডে হবে, যেটা আয়ারল্যান্ডে হওয়ার কথা ছিল।