দুপুরের মধ্যে ঝড়ের আভাস৩ দিন ভারত ভ্রমণে যেতে পারবেন না বাংলাদেশিরাসৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিদেশজুড়ে তাপপ্রবাহ বইছে, কিছু স্থানে বৃষ্টির আভাস
No icon

ইতিহাসের প্রথম ‘অনলাইন’ কোচ নিয়োগ দিচ্ছে পাকিস্তান

বেশ কিছুদিন ধরে কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। যাকেই প্রস্তাব দেওয়া হয়, তিনিই রাজি হচ্ছিলেন না। অবশেষে পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন মিকি আর্থার।কিন্তু আর্থার বর্তমানে ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে পূর্ণকালিন কোচ হিসেবে কাজ করছেন। সে কারণে তিনি ২০২৩ বিশ্বকাপের আগে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। তাই তিনি অনলাইন কোচ হিসেবে কাজ করবেন। আর এর মধ্যদিয়ে ক্রিকেট ইতিহাসে প্রথম অনলাইন কোচ নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান।অবশ্য আর্থার অনলাইনে মেন্টর হিসেবে কাজ করলেও পাকিস্তানে মাঠে থাকবে তার একজন প্রতিনিধি। আর সেই অ্যাসিস্ট্যান্ট তদারকি করবেন কাজগুলো।এ বিষযে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা শহীদ আফ্রিদি বলেছেন, আসলে আমি জানি না ঠিক কি ধরনের কোচিং করানো হবে, পরিকল্পনাই বা কি। আসলে বিদেশি কোচের মাধ্যমে অনলাইনে জাতীয় দলের কোচিং করানোর বিষয়টা অনেকের বোধগম্যতার বাইরে।