দেশজুড়ে তাপপ্রবাহ বইছে, কিছু স্থানে বৃষ্টির আভাসযুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলবিএনপির আরও চার নেতাকে বহিষ্কারবিশ্বকাপে বাংলাদেশের দুই প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা রাস্তা থেকে ছিটকে পড়ল রিলাক্স পরিবহনের বাস, নিহত ৫ আহত ১৫
No icon

মেসিকে ছাড়িয়ে ১৭ বছরের গাভি

বার্সেলোনার হয়তো সেরা রাত কাটেনি। জিততে না পারলেও তলানির দল এলচে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত বেশ দুশ্চিন্তায় রেখেছিল বার্সাকে। তবে দলের পারফরম্যান্স যেমনই হোক, ম্যাচে কোচ জাভি হার্নান্দেজের মুখে হাসি ফুটিয়েছেন ১৭ বছরের তরুণ গাভি। ৩-২ ব্যবধানের জয়ে দলের দ্বিতীয় গোলটি করেন গাভি। যেটি ছিল এই স্প্যানিশ মিডফিল্ডারের ক্লাবের হয়ে করা প্রথম গোল।দুইজনকে কাটিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে দারুণ এই গোলে নজর কেড়েছেন গাভি। সেইসঙ্গে পেছনে ফেলেছেন লিওনেল মেসির মতো ক্লাব কিংবদন্তিকে। মেসি ১৭ বছর ৩৩১ দিন বয়সে বার্সার হয়ে নিজের প্রথম গোলটি করেছিলেন, গাভি করলেন ১৭ বছর ১৩৫ দিন বয়সেই। ক্লাব ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এখন গাভি। তার ওপরে আছেন কেবল আনসু ফাতি (১৬ বছর ৩০৪ দিন) এবং বোজান (১৭ বছর ৫৩ দিন)।